কমলগঞ্জে ১১৫ জন ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর মধ্যে আর্থিক অনুদান প্রদান

প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৯
ছবি ধলাইর ডাক

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১১৫ জন বিভিন্ন ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর লোকজনের মধ্যে আর্থিক ৫ হাজার টাকা করে অনুদান দিয়েছে জাতীয় সমাজকল্যাণ পরিষদ কার্যালয় থেকে। মঙ্গবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে অনুদানের চেক তুলে দেন বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক চিপ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এম,পি।

বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় কমলগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১১৫ জন দরিদ্র লোকের মাঝে ৫ হাজার টাকা করে মোট ৫ লক্ষ ৭৫ হাজার টাকার অনুদান দিয়েছে উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়।

দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশেকুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এম,পি।

শিক্ষক মোসাহিদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছলম ইকবাল মিলন, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, সদর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হান্নান, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুর হক বাদশা, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুল, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান, সাবেক বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমদ বুলবুল প্রমূখ।

অনুষ্টিত অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মা।
বক্তরা বলেন ক্ষুধা-দারিদ্র মুক্ত উন্নত এক দেশ গঠনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রত্যেক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার নানাবিধ প্রকল্প হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে আজকের এই অনুদান প্রদান।এসময় স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।