কমলগঞ্জ প্রতিনিধি: করোনাভাইরাসের ভ্যাকসিন কর্মসূচির আওতায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে ৯টি ও পৌরসভার ৭টি টিকা দান কেন্দ্র মিলিয়ে মোট ১৬টি টিকা দান কেন্দ্রে একযুগে ভ্যাকসিন কর্মসূচি শুরু করা হয়েছে।
শনিবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে প্রতিটি কেন্দ্রে টিকা কার্যক্রম শুরু হয়ে চলে বিকাল ৩টা পর্যন্ত। বেলা ১২টার দিকে কমলগঞ্জ পৌর এলাকার বিভিন্ন টিকা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মীর নাহিদ হাসান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ, পৌর কাউন্সিলর দেওয়ান আব্দুর রহিম মুহিন, সৈয়দ জামাল হোসেন, আনসার শোকরানা মান্না, জসিম উদ্দিন শাকিল, গোলাম মুগ্নি মুহিত, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগণ সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তাগন। এ ছাড়াও আইন শৃঙ্খলা নিরাপত্তার দায়িত্ব রয়েছেন পুলিশ, আনসার সদস্যগন।
এ সময় উপজেলার টিকা কেন্দ্রগুলোতে করোনা টিকা গ্রহীতাদের উপচে পড়া উপস্থিতি লক্ষ্য করা গেছে।
পরিদর্শনকালে মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ হাসান বলেন, সবাইকে পর্যায়ক্রমে টিকা গ্রহণ করতে হবে। টিকা গ্রহণ করে ২য় ডোজের জন্য অবশ্যই টিকার কার্ড সংরক্ষণ করে রাখতে হবে। টিকা গ্রহণের পাশাপাশি নিয়মিত মাস্ক পরিধানের আহবান জানান তিনি।