ধলাই ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে ২টি সিএনজি ভর্তি ২৯ কার্টুন চোরাই মবিলসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে, গত শুক্রবার দিবাগত রাত ২টায় শমশেরনগর-ব্রাহ্মণবাজার সড়কের সরিষতলা এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাত ২টায় শমশেরনগর-ব্রাহ্মণবাজার সড়কের সরিষতলা এলাকায় শমশেরনগর পুলিশ ফাঁড়ির এএসআই এনামুল হকের নেতৃত্বে রাত্রিকালীন টহল চলাকালে ২টি সিএনজি ভর্তি ২৯ কার্টুন চোরাই মবিলসহ সিএনজি অটোরিক্সার ২ চালকসহ ৫ জনকে আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। আটককৃতরা হলেন-শাহ আলম (৩৫), পিতা-হাশিম পাঠান, শ্যামলী আ/এ, শ্রীমঙ্গল, ইমরান খান (৩০), পিতা-আং রহমান, বিরাইমপুর, শ্রীমঙ্গল, সুলেমান মিয়া ৯২৪), পিতা-মৃত ওয়াহিদ মিয়া, আউট সিগন্যাল, শ্রীমঙ্গল, সিএনজি চালক ইসমাইল হোসেন (২৬), পিতা-মৃত ফজর আলী, জানাউড়া, শ্রীমঙ্গল (গাড়ি নং মৌলভীবাজার থ-১১-৫০০৩), আব্দুল আজিজ (৩২), পিতা-হারুণ মিয়া, সরইবাড়ি, কমলগঞ্জ (গাড়ির নং মৌলভীবাজার থ-১২-৬৮২২)। চোরাই মালামালসহ আটককৃতদের শনিবার দুপুরে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
শ্রীমঙ্গলের জেএস এন্টারপ্রাইজ এর প্রোপাইটার শফিকুল ইসলাম জাদব জানান, গত ৬ মার্চ শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ১২ লাখ টাকার মবিল চুরি হয়। পুলিশের হাতে আটক ২৯ কার্টুন চোরাই মবিল তার দোকানের ছিল বলে জানান তিনি।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা অরুপ কুমার চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি মামলা হয়েছে। উদ্ধারকৃত চোরাই মালামাল শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।