কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের ভজনটিলা এলাকায় অভিযান চালিয়ে ৩২ লিটার দেশীয় চোলাই মদসহ ১ জনকে আটক করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার (০৩ অক্টোবর) রাত সাড়ে ৮টায় শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক অরুপ কুমার চৌধুরীর নেতৃত্বে উপ-পরিদর্শক আনজির হোসেনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ড্রামভর্তি ৩২ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ ভজনটিলা এলাকার মৃত রামসুন্দর রবিদাসের পুত্র জগদীশ রবিদাস (৫৭) কে আটক করেন।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক অরুপ কুমার চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে শমশেরনগর চা বাগানের ভজনটিলা এলাকায় জগদীশ রবিদাসের বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় ছোট বড় ৭টি ড্রামে ৩২ লিটার দেশীয় চোলাই মদসহ জদদীশ রবিদাসকে হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। আটক জগদীশ রবিদাস গ্রেফতার দেখিয়ে শুক্রবার মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।