কমলগঞ্জে ৩ দিনব্যাপী মৌমাছি প্রশিক্ষণ শুরু।

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২১
ছবি ধলাইর ডাক

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে মৌ-বক্স স্থাপনের মাধ্যমে ডাল ও তেল জাতীয় ফসল এবং আম, লিচু ইত্যাদি পরাগায়নের হার বৃদ্ধির মাধ্যমে ফসল বৃদ্ধি বিষয়ক ৩দিনব্যাপী সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ এজেন্সী (জাইকা) উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর সহায়তায় কমলগঞ্জ উপজেলা আয়োজনে কৃষি ও সেচ বিষয়ক কমিটি, কমলগঞ্জ এর বাস্তবায়নে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জনি খান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিশ্বজিত রায়, লেখক-গবেষক সিরাজ, অধ্যাপক শাহাজান মানিক, প্রনীত রঞ্জন দেবনাথ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন জাইকার উপজেলা ফ্যাসিলেটর মুজিবুর রহমান।