কমলগঞ্জে ৫ জুয়ারি আটক

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০১৯
ছবি ধলাইর ডাক

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর ইউনিয়নের মরাঝানেরপাড় এলাকা থেকে ৫ জুয়ারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে মরাঝানেরপাড় মজনু ড্রাইভারের পরিত্যক্ত বিল্ডিং এর সামনে কাঁচা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন – উপজেলার রাধানগর গ্রামের মৃত গনি মিয়ার ছেলে আকবর আলী (৫৫), উত্তর রাধানগর গ্রামের মৃত মনু মিয়োর ছেলে মতি মিয়া (৪৫), মরাঝানেরপাড় গ্রামের মৃত আজব উল্ল্যার ছেলে খোরশেদ মিয়া (৬৫), মরাঝানেরপাড় গ্রামের মৃত মছন মিয়ার ছেলে ছমির মিয়া (৫৫) ও উত্তর রাধানগর গ্রামের মৃত সান মিয়ার ছেলে ছায়েদ মিয়া (৫০)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরুপ কুমার চৌধুরীর নেতৃত্বে পুলিশ বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার মারাঝানের পাড় এলাকা থেকে তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে নগদ ৪৮৫০ টাকা ও জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।

কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ৫ জুয়ারিকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।