কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের রামেশ্বরপুর সার্জন বাড়ি (ডা. শফিক উদ্দিন আহমেদের বাড়ি) প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু শিবির-২০২০ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) সকাল ১০ ঘটিকা থেকে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল ও ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেডের সহযোগিতায় এবং সাবেক সিভিল সার্জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক ডা. শফিক উদ্দিন আহমেদ এর আয়োজনে দিনব্যাপী এ চক্ষু শিবিরে ৫ শতাধিক চক্ষুরোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চক্ষুশিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ, অনুমতি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
ডা. শফিক উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এবং মাসিক শব্দচর সম্পাদক কবি আবদুল হাই ইদ্রিছী ও মো. জসিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মৃগেন কুমার দাশ চৌধুরী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ইমতিয়াজ আহমদ বুলবুল, মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক সৈয়দ মশাহিদ আহমদ চুন্নু, মৌলভীবাজার জজ কোর্টের সাবেক জিপি এডভোকেট মহিউদ্দিন মানিক, পতনউষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু।
স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ও ফেকো সার্জন ডা. মো. বুরহান উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনএসবি চক্ষু হাসপাতালের ম্যানেজার (এডমিন) এহসানুল মান্নান, আহমেদ জালাল, মহিউদ্দিন খাঁন রনি, লুৎফুর রহমান জাকারিয়া, মাহফুজুল ইসলাম, মিতুল খান প্রমুখ।
দিনব্যাপী চক্ষু শিবিরে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে ঔষধ ও চশমা প্রদান করা হয় এবং মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের মাধ্যমে ছানি অপারেশন ও লেন্স লাগিয়ে দেয়ার ব্যবস্থা করা হয়।