কমলগঞ্জে ৬ মাদকসেবী আটক ॥ কারাদন্ড প্রদান

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০১৯
ফাইল ছবি

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা বাজার থেকে গাঁজা সেবনকালে ৬ জনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটকের পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫ জনকে এক মাস করে ও এক জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদ- দিয়েছেন মৌলভীবাজারের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত ৮টায় এ ঘটনাটি ঘটে।

জানা যায়, দীর্ঘ দিন ধরে রহিমপুর এলাকার কালেঙ্গা বাজারের পাহাড়ের টিলায় মাদক সেবকদের মিলন মেলা বসে। এমন গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত ৯টায় মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম কালেঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ৬ জনকে আটক করা হয়।

এ সময় তাদের কাজ থেকে ৫০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। আটকৃতরা হলেন-কালেঙ্গা গ্রামের চেনু মিয়া (৬০), ইলিয়াছ মিয়া (৫০), খলিল মিয়া (৪৫), শিশু মনি (৫০), সোনাই মিয়া (৩৫) ও ফারুক মিয়া(২৫)। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিভিন্ন মেয়াদে তাদের কারাদন্ড দেয়া হয়। আটককৃতদের বৃহষ্পতিবার রাতেই মৌলভীবাজার জেল হাজতে প্রেরন করা হয়।

মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে পরিদর্শক ইমদাদ উল্লাহ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।