কমলগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ফোরাম, যুক্তরাজ্যের নতুন কমিটি ঘোষণা

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৫

ধলাই ডেস্ক: প্রবাসে জাতীয়তাবাদী রাজনীতিকে আরও বেগবান ও সংগঠিত করতে গঠন করা হয়েছে কমলগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ফোরাম, যুক্তরাজ্য শাখার ২০২৫-২০২৬ সালের নতুন কমিটি। সর্বসম্মতভাবে গঠিত এই কমিটিতে নেতৃত্ব পেয়েছেন তিনজন মেধাবী, অভিজ্ঞ এবং জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত তরুণ নেতা।

ঘোষিত নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন, সভাপতি: এস. এম. আতিকুর রহমান, সাধারণ সম্পাদক: ইঞ্জিনিয়ার মো. সাইফুর রহমান ও সাংগঠনিক সম্পাদক: সাইফুল আলম চৌধুরী আলাল।

৩১ জন বিশিষ্ট প্রবাসী নেতাকে নিয়ে গঠিত এই পূর্ণাঙ্গ কমিটি প্রবাসে জাতীয়তাবাদী আন্দোলনের ভিত আরও মজবুত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নবনির্বাচিত নেতৃবৃন্দ এক বিবৃতিতে জানান, আমাদের লক্ষ্য যুক্তরাজ্যে প্রবাসী কমলগঞ্জবাসীর মধ্যে জাতীয়তাবাদী আদর্শ ছড়িয়ে দেওয়া, সংগঠনের কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে প্রবাস থেকে বলিষ্ঠ ভূমিকা রাখা। নেতারা আরও বলেন, প্রবাসী বিএনপি পরিবারের মধ্যে ঐক্য, সংহতি ও সহমর্মিতা বৃদ্ধির মাধ্যমে দলকে সুসংগঠিত করা হবে এবং বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাবে নতুন নেতৃত্ব। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, নবনির্বাচিত এই তিন নেতা দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং বিভিন্ন সময়ে সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। তাদের অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্বে সংগঠন এগিয়ে যাবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন কমলগঞ্জ ও যুক্তরাজ্য বিএনপি সংশ্লিষ্ট নেতাকর্মীরা।

প্রবাসে জাতীয়তাবাদী শক্তিকে আরও সুসংগঠিত করতে এই কমিটি ভবিষ্যতে দেশ ও প্রবাসের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।