ধলাই ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের হতদরিদ্র পরিবারের মাঝে ৫ শত কম্বল (শীত বস্ত্র) বিতরণ করা হয়েছে। ১২ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় পৌরসভা মিলনায়তনে এসব কম্বল বিতরণ করা হয়।
কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে শীত বস্ত্র বিতরণের সময় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড.মো: আব্দুস শহীদ এমপি।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আসলম ইকবাল, ওসি আরিফুর রহমান,উপজেলা প্রকল্প কর্মকর্তা আছাদুজ্জামান, ও এম মোসাদ্দেক আহমেদ মানিক প্রমুখ। অনুষ্টানে পৌরসভার ৯টি ওয়ার্ডের ৫ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।