ধলাই ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাব এর আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০১৯ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ১৪ ডিসেম্বর শনিবার বিকাল ২টায় প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিত রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক গবেষক আহমেদ সিরাজ। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌর মেয়র জুয়েল আহমেদ। অনুষ্ঠানে বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, কমলগঞ্জ রিপোটার্স ইউনিটি সম্পাদক আসহাবুর ইসলাম শাওন, সাংবাদিক শাহীন আহমেদ, রাজ কুমার সৌমেন্দ্র সিংহ,এবাদুল হক, আব্দুল হাই ইদ্রিছী , মোনায়েম খান, নির্মল এস পলাশ, নাইম আলী , হিফজুর রহমান তুহিন,আব্দুল আহাদ, হৃদয় ইসলাম, প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে শহীদদের আতœার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা শেষে দোয়া অনুষ্টিত হয়।