করোনার টিকা নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি

প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২১
ছবি সংগৃহীত

ধলাই ডেস্ক: করোনাভাইরাসের টিকা নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

সোমবার রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে করোনার টিকা নেন তারা।

এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনও একই হাসপাতালে করোনার টিকা নেন।

এর আগে ৭ ফেব্রুয়ারি রাজারবাগ পুলিশ লাইনের মাঠে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামসহ ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারগণও করোনার টিকা নিয়েছেন।

গত ৮ ফেব্রুয়ারি করোনার টিকা নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে করোনার টিকা নেন।

এরই মধ্যে সরকারের মন্ত্রী-এমপি থেকে শুরু করে ক্ষমতাসীন ও বিরোধী দলগুলোর অনেক নেতাকে টিকা নিতে দেখা গেছে।

গত ৭ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের ভবনে ভার্চুয়ালি দেশব্যাপী করোনার টিকাদান কার্যক্রম উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। ওইদিনই একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী, বিচারপতিসহ উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ টিকা গ্রহণ করেন।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে করোনার টিকা দেয়ার মধ্য দিয়ে বাংলাদেশে বহুল প্রতীক্ষিত টিকাদান কার্যক্রম শুরু হয়। ২৮ জানুয়ারি ঢাকার পাঁচটি হাসপাতালে একদিনে ৫৪১ জনকে করোনার টিকা দেয়া হয়।