
ফাইল ছবি
ধলাই ডেস্ক: দেশের পরিস্থিতি নিয়ে আগামী বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
করোনা পর্যবেক্ষণে গঠিত দলের কেন্দ্রীয় সেলের আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এ তথ্য জানিয়েছেন।
এর আগে বিএনপির করোনা সেলের পক্ষে সংবাদ সম্মেলন করে জানানো হয়, সারাদেশে ৫৬ লাখ পরিবারের প্রায় সোয়া দুই কোটি মানুষকে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে স্বাস্থ্যসুরক্ষা সরঞ্জাম এবং ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া তাদের ৫৬ নেতাকর্মীর মৃত্যু এবং ১২১ নেতাকর্মীর করোনায় আক্রান্ত হয়েছে।