কমলগঞ্জ প্রতিনিধি: “করোনাভাইরাসে আতঙ্কিত না হয়ে সতর্ক হোন” এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। মাদার্স ফাস্ট এইড ইনস্টিটিউড মেডিকেল সার্ভিসেস লিঃ শমশেরনগর শাখার উদ্যোগে শমশেরনগর পুলিশ ফাঁড়ি থেকে এ লিফলেট বিতরণ শুরু হয়।
মাদার্স ফাস্ট এইড ইনস্টিটিউড মেডিকেল সার্ভিসেস লিঃ শমশেরনগর শাখার প্রতিষ্ঠাতা ডা. মো. কামরুজ্জামানের নেতৃত্বে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হান্নান, শমশেরনগর পল্লী চিকিৎসক সমিতির সহ-সভাপতি ডা. চাম্পা লাল দে, সাংগঠনিক সম্পাদক ডা. বিমল পাল ও পল্লী চিকিৎসক প্রশিক্ষণ সেন্টারের শিক্ষার্থীরা।
করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রীর আন্তরিক ভূমিকায় বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। সাথে সাথে আকস্মিক দ্রব্য মূল্যের উর্দ্ধগতি রোধে বাজার মনিটরিং সেল গঠন করে বাজার নিয়ন্ত্রণে রাখতে সরকারের কাছে দাবি জানানো হয়। করোনাভাইরাস প্রতিরোধে নিজ নিজ দায়িত্বপালনকালে সরকল সরকারি, বেসরকারি হাসপাতালে ডাক্তার নার্স, পল্লী চিকিৎসক, প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকদের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহনেরও দাবি জানানো হয়।