করোনা ভাইরাস : বাংলাদেশে একদিনে ৪০ জনের মৃত্যু

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, জুন ২৬, ২০২০

ধলাই ডেস্ক: দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৪০ জনের মৃত্যু এবং ৩ হাজার ৮৬৮ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মোট ১ হাজার ১৬১ জনের মৃত্যু হলো এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ৩০ হাজার ৪৭৪ জনে।

শুক্রবার আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৪৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩ হাজার ৮৬৮ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৯১ শতাংশ।

ডা. নাসিমা জানান, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৭ শতাংশ। এছাড়া ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৩৮ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নেয়া ৫৩ হাজার ১৩৩ জন সুস্থ হয়ে উঠেছেন।

গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয়। ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪ লাখ ৯২ হাজার ১৫৩। এছাড়া আক্রান্ত হয়েছেন ৯৭ লাখ ২৯ হাজার ৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ৫২ লাখ ৬৩ হাজার ৩০৩ জন।