কলম্বিয়ায় কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ১১

প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার মধ্যাঞ্চলে একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১১ জন শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো ১০ জন।

মঙ্গলবার (১৪ মার্চ) স্থানীয় সময় রাতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। কয়লা খনিটি রাজধানী বোগোতা থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তর-পূর্বে সুতাতাউসা এলাকায় অবস্থিত।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিস্ফোরণের ফলে খনির মুখ আটকে যায়। ৭ জন বেরিয়ে আসতে সক্ষম হলেও, আটকা পড়ে বাকিরা।

বুধবার উদ্ধারকর্মীরা বের করে আনেন দুই জনকে। উদ্ধারে অভিযানে জরুরি বিভাগের সাথে কাজ করছে সেনা সদস্যরা। যোগ দিয়েছে স্বেচ্ছাসেবীরাও।

এদিকে বিস্ফোরণের কারণ হিসেবে প্রাথমিকভাবে খনির ভেতরে জমে থাকা গ্যাসের কথা বলছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে মূল কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

কলম্বিয়ায় বেআইনিভাবে বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্বর্ণ ও কয়লা খনিতে উত্তোলনের কাজ করে অনেক প্রতিষ্ঠান। মানা হয় না সুরক্ষা আইন। তাই প্রায় নিয়মিত হয় ভয়াবহ দুর্ঘটনা। ২০১০ এ এক খনি বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয় ৭৩ শ্রমিকের।

সূত্র: আল-জাজিরা