আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ায় পৃথক তিনটি স্থানে মাদক চোরাকারবারি, সন্ত্রাসী গোষ্ঠী ও সাবেক ফার্ক গেরিলাদের অনুসারীদের মধ্যে সহিংসতায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৭ জন। শনিবার দেশটির সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছে।
সংবাদ সংস্থা রয়টার্সের খবরে জানা গেছে, লাতিন আমেরিকান দেশটির নারিনো ও কাউকা প্রদেশে পৃথক সতিংসতায় ছয় জন করে মারা গেছেন। বাকি পাঁচজন মারা গেছেন আরাউকা প্রদেশের সহিংসতায়।
নারিনোতে নিহতদের বিষয়ে কলম্বিয়া সেনাবাহিনীর হারকিউলিস টাস্কফোর্সের কমান্ডার জেনালের নাইরো মার্টিনেজ বলেন, নিহতরা কোনো সংগঠনের অংশ নাকি পরিবারের সদস্য আমরা এখনো তা জানি না।
হতাহতের ঘটনায় টুইটারে শোকপ্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ইভান ডুক। তিনি বলেছেন, মাদক পাচার ও সন্ত্রাসবাদের মাধ্যমে পরিচালিত সহিংসতায় মৃত্যুর ঘটনায় আমরা শোকাহত।
কলম্বিয়ায় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে মাদক পাচার সংশ্লিষ্ট দ্বন্দ্ব-সহিংসতা চলছে কয়েক দশক ধরে। এতে এ পর্যন্ত ২ লাখ ৬০ হাজারেরও বেশি প্রাণ হারিয়েছেন, ঘরছাড়া হয়েছেন লাখ লাখ মানুষ।
গত সপ্তাহেও নারিনো প্রদেশে অজ্ঞাত সশস্ত্র দলের গুলিতে অন্তত আটজন মারা গেছেন। ১১ আগস্ট এর পার্শ্ববর্তী ক্যালি শহরে হত্যা করা হয়েছে আরো পাঁচজনকে।
কলম্বিয়ার বামপন্থী গেরিলা গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন আর্মি, বিপ্লবী সশস্ত্র বাহিনীর (ফার্ক) বিদ্রোহী, ডানপন্থী সাবেক প্যারামিলিটারি সদস্যসহ মাদক সংশ্লিষ্ট ছোট-বড় দল সবাই চোরাচালানিতে জড়িত।
সূত্র: রয়টার্স