
সংগৃহীত
ধলাই ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ১২৫ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের জাজিসার উত্তরপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত হলেন- খাদিজা আক্তার স্বপ্না কসবা উপজেলার জাজিসার উত্তরপাড়া এলাকার মো. সুমন মিয়ার স্ত্রী ও এলাকার আব্দুল সাত্তারের ছেলে মো. রবিউল হাসান।
কসবা থানার ওসি মহিউদ্দিন জানান, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার সুমন মিয়ার বাড়িতে বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় সুমন মিয়ার বসতঘর তল্লাশি করে ১২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন।