কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি শুরু

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, জুন ৮, ২০২১
ফাইল ছবি

ধলাই ডেস্ক: দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আবারো রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকাল ৮টা থেকে রাজধানীর কমলাপুর রেলস্টেশনসহ দেশের সব স্টেশনের কাউন্টার থেকে টিকিট বিক্রি শুরু হয়।

রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে জানায়, করোনার ঝুঁকি এড়াতে সরকারি নির্দেশনা মেনে অর্ধেক আসনে ট্রেন চলাচল করছে। একই সঙ্গে কাউন্টার ও অনলাইনে টিকিট বিক্রয় করা হচ্ছে। ট্রেনের মূল আসন সংখ্যার ২৫ শতাংশ টিকিট মোবাইল অ্যাপস এবং ২৫ শতাংশ টিকিট কাউন্টারে বিক্রয় করা হচ্ছে।

এতে আরো বলা হয়, যাত্রার ৪৮ ঘণ্টা আগে অবিক্রিত টিকিট একই সঙ্গে অনলাইন/কাউন্টার থেকে কেনা যাবে। এছাড়া ক্রয় করা আন্তঃনগর ট্রেনের টিকিট ফেরত (রিফান্ড) দেয়াও যাবে।

করোনা সংক্রমণ পরিস্থিতিতে গত ৫ এপ্রিল তারিখ থেকে বাংলাদেশ রেলওয়ের সব যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে সরকার। পরে গত ২৪ মে থেকে আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন পরিচালনার নির্দেশনা দেয়া হয়।