আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনাভাইরাসের বিধিনিষেধের বিরুদ্ধে ট্রাকচালকদের বিক্ষোভের মুখে কানাডার অন্টারিও প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। টানা দুই সপ্তাহ ধরে কানাডার বিভিন্ন প্রদেশে এই বিক্ষোভ চলছে। তাই অন্টারিতে বিক্ষোভ ঠেকাতে শুক্রবার স্থানীয় সরকার এই জরুরি অবস্থা জারি করে।
অন্টারিও প্রদেশ প্রধান বলেন, দেশের করোনা সংক্রান্ত বিধিনিষেধের প্রতিবাদে ট্রাকচালকরা অ্যাম্বাসেডর ব্রিজ দখল করে রেখেছে। অবরোধ শেষ করতে তিনি জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
তিনি বলেন, রাজনৈতিক বিবৃতি দেওয়ার আপনার অধিকার হাজার হাজার শ্রমিকের জীবিকা নির্বাহের অধিকারের চেয়ে বেশি নয়।
কোভিড-১৯ মহামারি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের অনুকরণে কানাডা সরকার সীমান্তে টিকা-বা-কোয়ারেন্টাইন নীতি চালু করে। এতে বিক্ষোভে নামে সেদেশের ট্রাকচালকরা। ‘ফ্রিডম কনভয়’ ব্যানারে তারা প্রথমে রাজধানী অটোয়ার প্রাণকেন্দ্র দখল করে বিক্ষোভ শুরু করে। কার্বন কর ও অন্যান্য আইনের প্রতিবাদেও বিক্ষোভকারীরা ক্ষোভ প্রকাশ করেন।
বর্তমানে এই বিক্ষোভ সমগ্র কানাডা ছড়িয়ে পড়ছে। এতে করে বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক। যানবাহন চলাচল ব্যাহত হওয়া বহু কোম্পানি তাদের উৎপাদন বন্ধ রেখেছে। বিশেষ করে গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো।
মহামারি কবলিত অনেক পশ্চিমা দেশেই কোভিড-১৯ সংক্রান্ত বিধিনিষেধ আরোপের দুই বছর পূর্তি হতে চলেছে। বিধিনিষেধ তুলে নেওয়ার দাবিতে কানাডার মতো বিক্ষোভ দেখা দিয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফ্রান্সেও। এদিকে ১৪ দিন ধরে চলা বিক্ষোভ থামাতে ট্রাকচালকদের প্রতি আহ্বান জানিয়েছে কানাডা সরকার।