ডেস্ক রিপোর্ট: ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারতের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কড়া সমালোচনা করলেন । তিনি বললেন, ‘এমন প্রতিবেশী যেন আর কেউ না পায়!’
নাম উল্লেখ না করলেও প্রতিবেশী বলতে তিনি কাকে বোঝাচ্ছেন, তা অস্পষ্ট থাকেনি পাকিস্তানের বুধবারের ঘোষণার পরের দিন রাজনাথ এমন মন্তব্য করলেন। জম্মু-কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ রদের ঘোষণার জেরে বুধবার ভারতের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
নয়াদিল্লিতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের এক অনুষ্ঠানে রাজনাথ বলেন, ‘প্রতিবেশীকে নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ, সংশয় রয়েছে। ঘটনা হল, বন্ধুকে আমরা বেছে নিতে পারি। একজন না হলে আরেকজন।
কিন্তু প্রতিবেশীকে তো আর বেছে নেয়া যায় না। মেনে নিতে হয়। আর সেই প্রতিবেশী যদি হয় একেবারে পাশের দরজার হয়, তাহলে তো আর কথাই নেই! ঈশ্বরের কাছে প্রার্থনা করি, কারো কপালে যেন এমন প্রতিবেশী না জোটে!’
ভারতের সংবিধানের অনুচ্ছেদ ৩৭০ বাতিল হয়ে যাওয়ার পর বুধবার ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের ঘোষণা দেয় পাকিস্তান। ইসলামাবাদ বলছে, ভারতের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য পাঁচ দফা কর্মসূচী নিয়েছে তারা। যার অন্যতম দ্বিপাক্ষিক বাণিজ্যের দরজা পুরোপুরি বন্ধ করে দেয়া। আনন্দবাজার।