কুমিল্লায় জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে পাঁচজনের মৃত্যু

প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, জুলাই ২, ২০২০
ফাইল ছবি

ধলাই ডেস্ক: গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। বর্তমানে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১১৭ জন।

এরমধ্যে করোনা পজিটিভ ৩৮ জন ও করোনা উপসর্গ নিয়ে ৭৯ জন চিকিৎসাধীন।

বৃহস্পতিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে করোনা ওয়ার্ডে মারা যান কুমিল্লার চান্দিনার ইউসুফ আলী। আইসিইউতে মারা যান কুমিল্লা নগরীর ঠাকুরপাড়ার নাবিল, কুমিল্লার দেবিদ্বারের তালতলা গ্রামের হাজী জব্বার, কুমিল্লা সদরের বলরামপুরের রিনা আক্তার ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুদু মিয়া।

এদিকে এপ্রিল থেকে এখন পর্যন্ত এই হাসপাতালে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৫৮ জন। এরমধ্যে পজিটিভ ২৬ জন ও উপসর্গে মারা গেছেন ১৩২ জন।