কুলাউড়া সংবাদদাতা: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পীরের বাজার,কটারকোনা বাজার ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ৭ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার সকাল ১১ টা থেকে দুপুর আড়াই টা পর্যন্ত অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এর নেতৃত্বে কুলাউড়া থানার পুলিশ ফোর্স এর সহায়তায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করা, বিক্রয়ের জন্য নিষিদ্ধ সেম্পল ঔষধ বিক্রয় করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা, খাদ্য পণ্যে সাথে ক্ষতিকর রং মিশিয়ে বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে পীরের বাজার মালিক ফার্মেসীকে ৫ শত টাকা, জনপ্রিয় ফার্মেসীকে ৪ হাজার টাকা, কটারকোনা বাজারে হাসান হোটেলকে ৩ হাজার টাকাসহ তিনটি প্রতিষ্ঠানকে ৭ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।