কুলাউড়া সংবাদদাতা: ব্লাডের ব্যাগের মূল্য ৭০ টাকা উল্লেখ থাকলেও ক্রেতাকে কিনতে হচ্ছে ২৫০ টাকায়। এমনি অভিযোগ এনে কুলাউড়ায় বসবাসরত সোহেল আহমদ লিপু নামে একজন সেবা প্রার্থী কুলাউড়া উপজেলার হাসপাতাল রোডে অবস্থিত ফাতেমা ফার্মেসী এর বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
ফাতেমা ফার্মেসী ব্লাডের ব্যাগের গায়ে নির্ধারিত মূল্য ৭০ টাকা লেখা থাকলেও অভিযোগকারীর কাছ থেকে ২৫০ টাকা রাখার সত্যতা স্বীকার করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজ ২২.০১.২০২০ খ্রি: তারিখে ঘটনা স্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান এবং উক্ত ফার্মেসীকে দোষি স্বাব্যস্ত করে ১৬ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
ফার্মেসী কর্তৃপক্ষ তাৎক্ষনিক জরিমানার টাকা পরিশোধ করেন। আইন অনুযায়ী অভিযোগকারী সোহেল আহমদ লিপুকে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অফিস কক্ষে জরিমানার ২৫% হিসাবে ৪ হাজার টাকা প্রদান করা হয়।