কুড়িগ্রামের ডিসি প্রত্যাহার

প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২০

ধলাই ডেস্ক: কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলামের বাড়িতে মধ্যরাতে হানা এবং তাকে তুলে নেয়ার ঘটনা তদন্তে জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনের সম্পৃক্ততা ও আচরণের অসঙ্গতির প্রমাণ পাওয়া গেছে। এজন্য তাকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন

প্রজ্ঞাপনে কুড়িগ্রামের নতুন ডিসি হিসেবে মোহাম্মদ রেজাউল করিমের নাম ঘোষণা করা হয়েছে।

এর আগে, একই কারণে ডিসি অফিসের তিন সিনিয়র সহকারী কমিশনারকে প্রত্যাহার করা হয়। তারা হলেন- নাজিম উদ্দিন, রিন্টু বিকাশ চাকমা ও রাহাতুল ইসলাম।  রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

তিন সিনিয়র সহকারী কমিশনারকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়

তিন সিনিয়র সহকারী কমিশনারকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়

গত শুক্রবার মধ্যরাতে বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানকে ঘরের দরজা ভেঙে তুলে নিয়ে ডিসি অফিসে রাত ২টায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এ ঘটনায় দেশব্যাপী সমালোচনা শুরু হয়।

অভিযোগ ওঠে, এটি একদিকে যেমন পাবলিক সার্ভেন্ট তথা জনগণের সেবকের অবৈধ ক্ষমতার দাপটের বহিঃপ্রকাশ, অন্যদিকে বাংলাদেশের সংবিধানে বর্ণিত নাগরিক অধিকার, ফৌজদারি আইন এমনকি যে আইনে ভ্রাম্যমাণ আদালত গঠন ও পরিচালিত হয়, তারও চরম লঙ্ঘন।

সাংবাদিক আরিফুল ইসলাম রিগান

সাংবাদিক আরিফুল ইসলাম রিগান

এ পরিপ্রেক্ষিতে কুড়িগ্রামের জেলা প্রশাসককে সরিয়ে নেয়ার ঘোষণা দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

গতকাল রোববার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, এই ঘটনায় রংপুরের বিভাগীয় কমিশনারকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছিল। সেখানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার তদন্ত করেন। এরইমধ্যে তদন্তের খসড়া প্রতিবেদন পাওয়া গেছে। এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তার সঙ্গেও কথা হয়েছে। এতে দেখা গেছে, এই ঘটনায় বেশ কিছু অনিয়ম হয়েছে। এ জন্য এখন তার (ডিসি) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। তদন্তের ভিত্তিতে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া হবে।