কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বেড়ে ১২

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৯
ছবি সংগৃহীত

ধলাই ডেস্ক: কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় অবস্থিত ‘প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা ১২ জনে দাঁড়িয়েছে।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে ১০ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ইমরান (১৮), বাবুল (৩২), রায়হান (১৬), খালেক (৩৫), সালাউদ্দিন (৪৫), জিনারুল ইসলাম (৩২)  সুজন (১৯), আলম (৩৫), জাহাঙ্গীর (৫৫) ও জাকির।

ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন (আরএস) ডা. আরিফুল ইসলাম নবীন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার বিকেল সোয়া ৪টার দিকে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকার ‘প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র কারখানায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। সেসময় ঘটনাস্থলে অগ্নিদগ্ধ অবস্থায় একজনের মরদেহ পাওয়া যায়। আশঙ্কাজনক অবস্থায় ৩৪ জনকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে দগ্ধ আরো ২৩ শ্রমিক সেখানে চিকিৎসাধীন আছেন।