কোম্পানীঞ্জে অস্ত্রসহ ৪ ডাকাত জনতার হাতে ধরা

প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৩

ধলাই ডেস্ক: নোয়াখালীর কোম্পানীঞ্জে দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এ সময় একটি চাইনিজ কুড়াল, দুটি ছোরা ও একটি পুরাতন সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

শুক্রবার দুপুরের দিকে আসামিদের নোয়াখালী আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে একইদিন ভোরের দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাসেমের দোকান এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মতিপুর গ্রামের পানিওয়ালা বাড়ির রনি একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কালিতারা গ্রামের আজমুল হোসেন ফরহাদ, অশ্বদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জীবনুর রহমান ওরফে জীবন ও নোয়াখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আক্তার হোসেন রনি।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ৯৯৯ এর মাধ্যমে জানতে পারে উপজেলার চর এলাহী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের স্থানীয় লোকজন চার ব্যক্তিকে ডাকাত সন্দেহে আটক করে রাখেন। খবর পেয়ে পুলিশ তাদের থানায় নিয়ে আসে।

নোয়াখালীর এসপি শহীদুল ইসলাম জানান, কোম্পানীগঞ্জ থানার এসআই জয়দ্রত চাকমা বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছেন। ঐ মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।