![ক্যামেরুনে ফুটবল খেলা দেখতে গিয়ে হুড়োহুড়িতে নিহত ৬](https://dhalairdak24.com/wp-content/uploads/2022/01/5-9.jpg)
খেলা ডেস্ক: ক্যামেরুনের একটি স্টেডিয়ামে আফ্রিকা কাপ অফ নেশনসের খেলা চলাকালে হুড়োহুড়িতে অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অনেকে। ক্যামেরুনের মধ্যাঞ্চলের গভর্নর নাসেরি পল বিয়া বলেছেন হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে দেশটির রাজধানী ইয়ন্দোর কাছে একটি স্টেডিয়ামের ভেতরে ঢোকার চেষ্টা করছিলো বহু দর্শক।
ক্যামেরুনের মধ্যঅঞ্চলের গভর্নর নাসেরি পল বিয়ার জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আমরা মোট নিহতের সংখ্যা এখন জানাতে পারছি না।
স্থানীয় হাসপাতালের নার্স অলিঙ্গা প্রুডেন্স এসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, কয়েকজন আহত ব্যক্তি খুবই বাজে অবস্থায় আছে। মৃতের সংখ্যা আরোবাড়তে পারে।
আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) জানিয়েছে, তারা পরিস্থিতি তদন্ত করে দেখছে এবং বিস্তারিত জানার চেষ্টা করছে। তবে এতো বড় দূর্ঘটনার পরেও ক্যামেরুন ও কমোরসের ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচটিতে স্বাগতিক ক্যামেরুন ২-১ গোলে জয় পায়।