![ক্রিকেটার নাঈম মারা গেছেন](https://dhalairdak24.com/wp-content/uploads/2020/08/00-1.jpg)
সংগৃহীত
খেলা ডেস্ক: মোটরসাইকেল দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন। ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে হেরে গেলেন ক্রিকেটার এমদাদ হোসেন নাঈম। শনিবার রাতে কেরানীগঞ্জের বাসায় চিকিৎসাধীন অব্স্থায় মারা গেছেন ২৫ বছর বয়সী এই অলরাউন্ডার।
এমদাদ হোসেন নাঈম ঢাকার ক্লাব ক্রিকেটে মোটামুটি পরিচিত মুখ ছিলেন। ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের অলরাউন্ডার হিসেবে খেলেছেন তিনি।
মোটরসাইকেল দুর্ঘটনায় মাথার আঘাতটা বেশ গুরুতর ছিল। নাঈমের পিতা মো. রব মিয়া জানান, মাথায় আঘাত পাওয়ার কারণেই মূলত মৃত্যু হয়েছে তার ছেলের।
তরুণ এই ক্রিকেটারের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবারই রাত ১০টায় তার নিজ এলাকায় ধর্মশুর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।