ক্ষমতায় গেলে ইনসাফের বাংলাদেশ গড়বে জামায়াত: অ্যাডভোকেট আব্দুর রব
ধলাই ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে সকলকে নিয়ে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে বলে মন্তব্য করেছেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে জামায়াতে ইসলাম প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব। শুক্রবার (২৮নভেম্বর) দুপুরে কমলগঞ্জ প্রেসক্লাবে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন।

এডভোকেট আব্দুর রব বলেন, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনই আমাদের লক্ষ্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে উন্নত ও শান্তিপূর্ণ দেশ গড়তে চাই আমরা। তাঁর দাবি, রাজনীতিতে তাদের মূল অবস্থান হলো ঐক্য গড়াা এবং উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া। সবাইকে নিয়েই কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের উন্নয়ন করতে চাই।’

স্থানীয় পর্যটন, কৃষি ও অবকাঠামো খাতের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, দীর্ঘদিনেও এসব ক্ষেত্র পরিকল্পিতভাবে কাজে লাগানো হয়নি। দুই উপজেলায় রাস্তাা-ঘাটের দুরবস্থা, কৃষিভিত্তিক অর্থনীতির অব্যবহার ও প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবস্থাপনা সবকিছুতেই নতুন করে উদ্যোগ নিলে পরিবর্তন আনা সম্ভব।
দুর্নীতি ও স্বজনপ্রীতি প্রসঙ্গে তিনি বলেন, দক্ষ ও সৎ নেতৃত্ব ছাড়া দেশ এগোতে পারে না। তিনি ধর্মীয় সম্প্রীতির উদাহরণ টেনে বলেন, সংখ্যালঘু-সংখ্যাগুরু সবাই মিলেই বাংলাদেশ এবং এ বন্ধনকে শক্ত রাখা জরুরী।

আসহাবুজ্জামান শাওনের সভাপত্বিতে আনুষ্টিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো. মাসুক মিয়া, সেক্রেটারী এডভোকেট মো: কামরুল ইসলাম, ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সহ-সভাপতি মো. মামুনুর রশীদ, উপজেলা ও পৌর জামায়াতের নেতা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

















