ছবি সংগৃহীত
ধলাই ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার বিষয়ে অসম্মতি জানিয়েছে আইন মন্ত্রণালয়।
রোববার আইন মন্ত্রণালয়ের মতামতের কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে। সেখানে বলা হয়, সাজাপ্রাপ্ত কারো বিদেশে চিকিৎসার সুযোগ নেই।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে চায় তার পরিবার। তাদের আবেদনটি গত বুধবার রাত ১১টায় আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিবের কাছে আসে।

