
ধলাই ডেস্ক: সাভারের ধামরাইয়ে রাতের আঁধারে ঘরে ঢুকে এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণ করেছে স্থানীয় বখাটে। শুক্রবার রাতে ওই উপজেলার কাওয়ালীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় স্থানীয় গণ্যমান্যদের কাছে বিচার না পেয়ে শনিবার রাতে ধামরাই থানায় মামলা করেছেন ধর্ষণের শিকার গার্মেন্টস কর্মী। আসামি সুমন হোসেন ওই গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
জানা গেছে, শুক্রবার গভীর রাতে ওই গার্মেন্টস কর্মীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে সুমন। ওই সময় ধর্ষণের শিকার তরুণীর চিৎকারে প্রতিবেশীরা সুমনকে আটক করে। পরে খবর পেয়ে ধর্ষকের বড় ভাই শামীম হোসেন ও তার সাঙ্গপাঙ্গরা এসে সুমনকে ছাড়িয়ে নিয়ে যায় এবং ধর্ষণের শিকার তরুণীর পরিবারকে এলাকা ছাড়ার হুমকি দেয়। এ ঘটনায় স্থানীয় প্রভাবশালীদের দ্বারে দ্বারে ঘুরেও বিচার না পেয়ে ধামরাই থানায় সুমন ও তার ভাই শামীমসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন।
ধামরাই থানার এসআই আরাফাত হোসেন বলেন, ধর্ষণের শিকার গার্মেন্টস কর্মীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিরা ঘটনার পর থেকেই পলাতক। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।