গাঁজাসহ ৩ রোহিঙ্গা নারী আটক

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৩
সংগৃহীত

ধলাই ডেস্ক: কক্সবাজারের রামু উপজেলায় অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ তিন রোহিঙ্গা নারীকে আটক করেছে র‍্যাব।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোল চত্বর বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত রোহিঙ্গারা হলেন- আমিনা খাতুন, আনোয়ারা বেগম ও আমিনা বেগম। তারা টেকনাফ মোচনী ক্যাম্পের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

তিনি জানান, কয়েকজন নারী মাদক বিক্রির উদ্দেশ্যে চকরিয়া থেকে বাসে কক্সবাজার আসছে। এমন খবরের ভিত্তিতে র‍্যাব-১৫ এর একটি দল রামু উপজেলার গোল চত্বর বাইপাস এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযান চালায়। এ সময় বাস তল্লাশি করে ২৮ কেজি গাঁজাসহ তিন রোহিঙ্গা নারীকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, তারা সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাচ্ছিলেন। উদ্ধারকৃত মাদকসহ আটককৃত রোহিঙ্গাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।