গাজীপুরের শ্রীপুরে তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে ৭ ইউনিট

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২২

ধলাই ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে টেক্সটাইল কারখানার তুলার গুদামে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কেওয়া নতুনবাজার এলাকার এসবিএস টেক্সটাইল মিলস লিমিটেড কারখানার তুলার গুদামে এ ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, প্রথমে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। আগুনের তীব্রতা বাড়তে থাকায় জয়দেবপুরের দুটি, ভালুকার একটি ও কাপাসিয়া থেকে আরো একটি আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহত হননি।

কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, বেলা সাড়ে ১১টার দিকে কারখানার তুলার গুদামে আগুন লাগে। সঙ্গে সঙ্গে কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থায় আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন শ্রমিকরা। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।