গাজীপুরে ভোট কেন্দ্রে আটক ২

প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, মে ২৫, ২০২৩
সংগৃহীত

ধলাই ডেস্ক: গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট কেন্দ্রে গোপন কক্ষে প্রবেশ এবং ভোটদানে প্রভাবিত করায় দুইজনকে আটকের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিসিটিভি মনিটরিং করে দুইজনকে আটকের নির্দেশনা দেওয়া হয়।

সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আশাদুল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

ইসি জানায়, গাজীপুর সিটির ১০৩ নম্বর কেন্দ্রে আবু তাহের নামের একজনকে তিনদিন আটক রাখার আদেশ দিয়েছেন ম্যাজিস্ট্রেট। ইসি ঢাকা থেকে সিসিটিভি দেখে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়। এছাড়া ১০১ নম্বর কেন্দ্রে আব্দুর রহিম নামে একজনকে আটক করা হয়েছে। গোপন কক্ষে প্রবেশ এবং ভোটদানে প্রভাবিত করায় তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে ইসি।