ডেস্ক রিপোর্ট: ইসলামি নীতিমালা মেনে না চলায় তেহরানের ৫৪৭টি রেস্তোরাঁ এবং ক্যাফে বন্ধ করে দিয়েছে ইরানের পুলিশ। শনিবার রাজধানী তেহরানের পুলিশ প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশফোর্স ওয়েবসাইটের এক বিবৃতিতে পুলিশ প্রধান হোসেইন রাহিমী বলেন, যেসব রেস্তোরাঁ ও ক্যাফে ইসলামিক নীতিমালা মেনে চলেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। অভিযান চালিয়ে ৫৪৭টি রেস্তোরাঁ ও ক্যাফে বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া ১১ অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।
ইসলামি রীতি অমান্য করে বিজ্ঞাপন প্রদর্শন, অবৈধ গান-বাজনা এবং অনৈতিক কাজের জন্য এসব রেস্তোরাঁ বন্ধ করে দেয়া হয়েছে। পুলিশ প্রধান বলেন, ঠিকভাবে ইসলামি রীতিনীতি পালন করা হচ্ছে কিনা সেটা দেখা একজন পুলিশের প্রধান লক্ষ্য এবং দায়িত্ব।