ধলাই ডেস্ক: করোনাভাইরাসের এ সময়ে লকডাউন শিথিল করে ভারতের পশ্চিমবঙ্গের বাসগুলো আগের ভাড়াতেই যাত্রী পরিবহন করছে। তবে এবার ভিন্ন কারণে আলোচনায় বর্ধমানের বাসগুলো। আগের ভাড়াতেই যাত্রী পরিবহন করলেও বাসে ওঠার আগেই যাত্রীদের উপহার দিচ্ছে বাস মালিক কর্তৃপক্ষ। বাসে উঠলেই একজন যাত্রী পাচ্ছেন একটি মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার। ফলে দিন শেষে ভাড়ার থেকেও বেশি মূল্যের উপহার ঘরে নিয়ে যাচ্ছেন যাত্রীরা।
শুক্রবার (৫ জুন) ভারতের বর্ধমান শহরের কয়েকটি টাউন সার্ভিস বাসে যাত্রী পরিবহনে এমনই উপহার দেন বাস মালিকরা। অবশ্যই যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে দেয়া হয়েছে এসব উপহার। তারা বাসে ওঠার আগেই পাচ্ছেন একটি করে মাস্ক ও সঙ্গে হ্যান্ড স্যানিটাইজারের ছোট্ট একটি বোতল।