ডেস্ক নিউজ: যুক্তরাষ্ট্রের উত্তরপশ্চিমাঞ্চলীয় সিয়াটল নগরীতে অনলাইন সার্চ ইঞ্জিন গুগলের একটি ক্যাম্পাসে ক্রেন দুর্ঘটনায় অন্তত চারজন নিহত ও আরও চারজন আহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে।
দমকল বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, একটি ভবনের ছাদ থেকে ক্রেনটি ধসে নিচে ছয়টি গাড়ির উপরে পড়ে। খবর বার্তা সংস্থা এএফপির।
দমকল বিভাগ জানিয়েছে, এই দুর্ঘটনায় তিন পুরুষ ও এক নারী প্রাণ হারিয়েছে। এদের দুইজন ক্রেনের অপারেটর ও অন্য দুই জন ভিন্ন দুটি গাড়িতে ছিল। এই দুর্ঘটনায় আহত চার জনের মধ্যে তিন জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক নয়।
ক্রেনটি গুগলের একটি নতুন ক্যাম্পাসের ভবন নির্মান কাজে ব্যবহার করা হচ্ছিল। এ দুর্ঘটনায় ওয়াশিংটনের শ্রম ও শিল্প দফতর পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।