গুজব ও ডেঙ্গু প্রতিরোধে কমলগঞ্জ থানা পুলিশের জনসচেতনতামূলক সভা

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০১৯
ছবি ধলাইর ডাক

কমলগঞ্জ সংবাদদাতা: “ছেলেধরা গুজবে কান দিবেন না, আইন নিজের হাতে তুলে নিবেন না” ও “ডেঙ্গু জ¦রে আতংকিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিন, সুস্থ থাকুন” এই প্রতিপাদ্য সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের উদ্যোগে বুধবার (৭ আগষ্ট) সকাল ৯টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলই চা বাগানে চা শ্রমিকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান। কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাসের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধলই চা বাগানের ব্যবস্থাপক আমিনুল ইসলাম, বাগান পঞ্চায়েত সভাপতি গৌরাঙ্গ সাধু, সাবেক ইউপি সদস্য তুলসী দাস প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, ছেলেধরা একটি গুজব। এই গুজবে কান দিবেন না। কাউকে সন্দেহ হলে নাম ঠিকানা জিজ্ঞাস করবেন অথবা আমাদেরকে জানাবেন।

গণপিটুনী দিয়ে আইন নিজের হাতে তুলে নিবেন না। এটি একটি ফৌজদারী অপরাধ। তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে আপনার চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ডেঙ্গু লক্ষণ দেখা দিলে সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিয়ে সুস্থ থাকুন।