ডেস্ক রিপোর্ট: ভারতের গুজরাটের সুরাটে একটি বহুতল ভবনে ভয়াবহ আগুনের ঘটনায় কমপক্ষে ১৯ শিক্ষার্থী নিহত হয়েছে। এদের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার বিকেলে এই আগুনের ঘটনা ঘটে। ওই সময় শিক্ষার্থীরা ভবনটির তিন তলার কোচিং সেন্টারে ছিলেন।
এদিকে আগুন লাগার পরপরই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভেতরে কমপক্ষে ৩০ জন আটক থাকার খবর জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাণ বাঁচাতে বেশ কয়েকজন শিক্ষার্থীকে তিন তলার জানলার কাচ ভেঙে ঝাঁপ দিতে দেখা যায়।
ঘটনার পরপরই গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি বিষয়টি তদন্ত করার নির্দেশ দিয়েছেন। আগুনে মৃত শিক্ষার্থীদের পরিবারকে চার লাখ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন।
এদিকে সুরাটের এই আগুনের ঘটনায় টুইট করে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফেরার একদিনের মাথায় বড় একটি দুঃসংবাদ শুনতে হলো ভারতের পুননির্বাচিত এই প্রধানমন্ত্রীকে।