গ্যারেজে আগুন লেগে ৩৮টি অটোরিকশা পুড়ে ছাই

প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, জুন ১৫, ২০২৩

ধলাই ডেস্ক: কিশোরগঞ্জ শহরের চরশোলাকিয়ার বনানী মোড় এলাকায় একটি গ্যারেজে আগুন লেগে ৩৮টি অটোরিকশা পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার ভোরে ওই এলাকার আরজু অটো সেন্টার নামে একটি গ্যারেজে এ অগ্নিকাণ্ড ঘটে। গ্যারেজের মালিক আরজু মিয়া বলেন, গ্যারেজে রাত থেকে সকাল পর্যন্ত অটোরিকশা চার্জ দেওয়া হয়। ৩৮টি মতো অটোরিকশা সেখানে চার্জ দেওয়া হয়। এছাড়া অটোরিকশাসংক্রান্ত যাবতীয় মেরামতও এখানে করা হয়। সেগুলোর পার্টসও ছিল এখানে। আগুনে সব পুড়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবুজর গিফারি।

তিনি বলেন, ভোরে শহরের চরশোলাকিয়ার বনানী মোড় এলাকায় অটোর গ্যারেজে আগুন লাগার খবর পাই ৯৯৯ এর মাধ্যমে। পরে ফায়ার সার্ভিস চারটি ইউনিটের কর্মীরা প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে গ্যারেজের ৩৮টি অটোরিকশা পুড়ে গেছে। প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে গ্যারেজে আগুন লেগেছে।