গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ২০ দোকান

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২২
সংগৃহীত

ধলাই ডেস্ক: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২০টি দোকান আগুনে পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এ অগ্নিকাণ্ডে তাদের প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার জয়াগ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৫টার দিকে একটি দোকানে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এর পরপরই আগুন মুহূর্তের মধ্যে চারপাশের দোকানে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তার আগেই প্রায় ২০টি দোকান পুড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো.রাকিবুল ইসলাম।

তিনি বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে বলে জানান তিনি।