বাংলা নববর্ষ হলো বাঙ্গালীর প্রাণের উৎসব। সবারই কম বেশী প্রস্তুতি থাকে দিনটিকে বরণ করে নিতে। বর্ষবরনের এই দিনে প্রায় সকল ক্ষেত্রেই দেখা যায় নিজস্ব ঐতিজ্যের ছোঁয়া। এক্ষেত্রে বাদ থাকেনা প্রিয় বাসস্থান সাজানোর বিষয়টিও। এই বৈশাখে নিজের শখের ঘরটি সাজাতে প্রাধান্য পেতে পারে মাটির তৈরী বিভিন্ন গৃহস্থালী তৈজসপত্র এবং সাজসজ্জার জিনিস।এতে করে গৃহসজ্জার পাশাপাশি বিলুপ্তপ্রায় আমাদের ঐতিহ্যবাহী মৃৎশিল্পটিও বিলুপ্তির হাত থেকে রক্ষা পাবে।