ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে গৃহবধূর মৃত্যু

প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, জুন ৪, ২০২৪
ফাইল ছবি

ধলাই ডেস্ক: সাপের ছোবলে সাজেদা বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে চুয়াডাঙ্গা সদর উপজেলার আড়িয়ার চক গ্রামে। সোমবার (৩ জুন) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত সাজেদা বেগম চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের আড়িয়ার চক গ্রামের আহসান আলীর স্ত্রী।

আহসান আলী বলেন, রাতে ঘুমন্ত অবস্থায় একটি সাপ আমার স্ত্রীকে ছোবল দেয়। সাপটি আমিও দেখি। পরে সাপটি মেরে ভোরের দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আমার স্ত্রীকে ভর্তি করি। সোমবার দুপুর ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দর্শনা থানার ওসি (তদন্ত) বিপ্লব কুমার সাহা বলেন, সাপের ছোবলে একজন নারীর মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।