চলতি অর্থবছর সব প্রতিবন্ধীকে ভাতার আওতায় আনার পরিকল্পনা

প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৯
ছবি সংগৃহীত

ধলাই ডেস্ক: সরকার চলতি অর্থবছর (২০১৯-২০) শতভাগ প্রতিবন্ধী জনগোষ্ঠীকে ভাতার আওতায় আনার পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় নাক-কান-গলা ইনস্টিটিউটে শ্রবণপ্রতিবন্ধীদের মধ্যে কক্লিয়ার ইমপ্লান্ট (কানে শোনার যন্ত্র) বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রী বলেন, ‘প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে ব্যাপক কার্যক্রমের অংশ হিসেবে দেশব্যাপী প্রতিবন্ধী জরিপ কর্মসূচি চলমান। প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের মাধ্যমে সকল ধরনের প্রতিবন্ধীদের পুনর্বাসনে সহায়তা প্রদান করা হচ্ছে।’

নুরুজ্জামান আহমেদ বলেন, ‘প্রতিবন্ধীরা একসময় ছিল সমাজের অবহেলিত জনগোষ্ঠী। পরিবার ও সমাজ তাদেরকে বোঝা মনে করত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উদ্যোগে প্রতিবন্ধীরা এখন সমাজের মূল স্রোতে এসেছে। তারা সকল ধরনের নাগরিক সুবিধা ভোগ করছে।’

শ্রবণ প্রতিবন্ধীদের যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, কক্লিয়ার ইমপ্লান্টের মাধ্যমে শ্রবণ প্রতিবন্ধীদের স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে আগামীতেও এ খাতে সরকার প্রয়োজনীয় আর্থিক সহায়তা অব্যাহত রাখবে।

পরে মন্ত্রী শ্রবণ প্রতিবন্ধীদের মাঝে কক্লিয়ার ইমপ্লান্ট বরাদ্দপত্র বিতরণ করেন।

জাতীয় নাক-কান-গলা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত ও সামরিক চিকিৎসা মহাপরিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. ফসিউর রহমান উপস্থিত ছিলেন।