ধলাই ডেস্ক: চাঁদপুরে বজ্রপাতে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে মেঘনা নদীর মোহনায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- ওহিদুন্নেছা (৫৫), তার মেয়ে রেহানা বেগম (৩৩), রেহানার ছেলে সাব্বির (১০) ও মেয়ে ছামিয়া (৭)। বজ্রাঘাতের পর তাদের চাঁদপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সুজাউদ্দৌলা রুবেল মৃত ঘোষণা করেন।
মৃত সবার বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার আন্দিরপাড়া গ্রামে।
মৃত রেহানা বেগমের ছোট বোন সাহিদা বেগম বলেন, সকালে মা এবং বড় বোন তার সন্তানদের নিয়ে চাঁদপুর বড় স্টেশন মোলহেড মেঘনার মোহনায় ঘুরতে যায়। দুপুর দেড়টার সময় হঠাৎ বৃষ্টি হলে গাছের নিচে আশ্রয় নেয় তারা। এ সময় বিকট শব্দে বজ্রপাতে আমার মা-বোন এবং বোনের সন্তানরা মাটিতে লুটিয়ে পড়ে। তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চারজনকেই মৃত ঘোষণা করেন।
চাঁদপুর মডেল থানা পুলিশের এসআই পলাশ বড়ুয়া বলেন, মৃতরা একই পরিবারের সদস্য। তারা ঘুরতে এসে বজ্রপাতে মারা গেছেন।