ধলাই ডেস্ক: চাকরি দেওয়ার কথা বলে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে রাজধানীর পল্টন থানার ওসি মাহমুদুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ সোমবার রাতে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেন।
অভিযোগের বিষয়ে পল্টন থানার ওসি মাহমুদুল হক বলেন, আমি ষড়যন্ত্রের শিকার। এর বেশি কিছু বলার নাই।
গত আগস্টের শুরুতে এক তরুণী পুলিশ সদর দপ্তরে ওসি মাহমুদুল হকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করলে মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মোনালিসা বেগমকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।