চা শ্রমিকদের ফ্রী চক্ষু সেবা দিলো ‘গ্রাম উন্নয়ন কার্যক্রম (গ্রাউক)’

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৫

ধলাইর ডাক: মৌলভীবাজার জেলার জুড়ীতে স্থানীয় উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংস্থা ‘গ্রাম উন্নয়ন কার্যক্রম (গ্রাউক)’-এর আয়োজনে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭জুলাই) উপজেলার সোনারুপা চা-বাগান হাসপাতালে অভিজ্ঞ ডাক্তার দ্বারা চা-বাগানের শ্রমিকসহ বিভিন্ন গ্রামের সুবিধাবঞ্চিত ৫ শতাধিক রোগীর মাঝে দিনব্যাপী চক্ষু শিবির ক্যাম্পিংয়ের শুভ উদ্বোধন করেন গ্রাউকের চেয়ারম্যান অশোক রঞ্জন পাল।

এসময় উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রবীণ শিক্ষাবিদ আলহাজ্ব তাজুল ইসলামসহ অনেকে।

দিনব্যাপী চক্ষু শিবিরে রোগীদের পরীক্ষা-নিরীক্ষার পর ঔষধপত্র, চশমা ও পরিবেশ-বান্ধব গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া প্রায় ৫০ জন ছানি পড়া রোগীর অপারেশনের জন্য বাছাই করা হয়। এ পর্যন্ত গ্রাউকের অধীনে বিভিন্ন ক্যাম্পিংয়ের মাধ্যমে প্রায় দুই হাজার রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে এবং দেড় শতাধিক দরিদ্র গ্রামীণ রোগীর ক্যাটারাক্ট (এসআইসিএস) অপারেশনসহ লেন্স স্থাপন করা হয়েছে।

জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব তাজুল জানান, ‘স্থানীয় উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংস্থা ‘গ্রাম উন্নয়ন কার্যক্রম (গ্রাউক)’-এর আয়োজনে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়েছে। এখানে বেশিরভাগ চা শ্রমিকরা এই সেবাটি নিয়েছেন। এটা দেখে ভালো লাগলো। তার কারণ হলো, চোখে সমস্যা দেখা দিলে অনেক টাকা পয়সার দরকার। কিন্তু চা শ্রমিকরা কই পাবে এতটাকা। তার জন্য সুন্দর একটা ব্যবস্থা করেছে এই প্রতিষ্টান। যার জন্য অনেক মেহনতি মানুষ সেই সেবাটা নিচ্ছে। এটি চা শ্রমিকদের একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক চাহিদা পূরণে সহায়ক হবে বলে আশা করা যায়।’

গ্রাম উন্নয়ন কার্যক্রম (গ্রাউক) এর প্রতিষ্টাতা অশোক রঞ্জন পাল জানান, ‘দিনব্যাপী চক্ষু শিবিরে রোগীদের পরীক্ষা-নিরীক্ষার পর ঔষধপত্র, চশমা ও পরিবেশ-বান্ধব গাছের চারা বিতরণ করা হয়েছে। আমার এমন কার্যক্রম অব্যাহত থাকবে।’

জুড়ি উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল্লাহ আল মাহমুদ চৌধুরী জানান, সামাজিক কার্যক্রমের জন্য ‘গ্রাম উন্নয়ন কার্যক্রম (গ্রাউক)’ খুব ভালো কাজ করছে। তারা জেলার বিভিন্ন স্থানে গরীব মানুষদের ফ্রী সেবা দিচ্ছে। জুড়ি উপজেলার বিভিন্ন এলাকার চা বাগানগুলোতে তাদের সামজিক কার্যক্রম অব্যাহত আছে।