
আন্তর্জাতিক ডেস্ক: চীনের পর এবার সবচেয়ে বেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে জাপানের নাগরিক। দেশটিতে এ ভাইরাসে এখন পযর্ন্ত ৯০ জন আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। যার মধ্যে ৬৪ জন ইয়োকোহামা বন্দরে যাত্রীবাহী জাহাজে কোয়ারানটিনে (রোগ সংক্রমণ রোধে আলাদা রাখা) রয়েছেন। এ কারণে দেশটিতে মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।
৪০ জন আক্রান্ত নিয়ে এরপরের তালিকায় রয়েছে সিঙ্গাপুর। থাইল্যান্ডে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩২ জানিয়েছে কর্তৃপক্ষ। হংকংয়ে আক্রান্ত রয়েছেন ২৬ জন। এছাড়া দেশটিতে ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ২৫ জন। তাইওয়ানে ১৭ জন, মালয়েশিয়ায় ১৬ জন, অস্ট্রেলিয়ায় ১৫ জন, জার্মানি ও ভিয়েতনামে ২৬ জন।
এসব দেশের বাইরে বেলজিয়াম, কম্বোডিয়া, কানাডা, ফ্রান্স, ফিনল্যান্ড, ভারত, ইটালি, ম্যাকাও, নেপাল, ফিলিপাইন, রাশিয়া, স্পেন, শ্রীলঙ্কা, সুইডেন, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেশ কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন।
প্রাণঘাতী এ ভাইরাস চীনের বাইরে এরইমধ্যে বিশ্বের ২৮টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে। ভাইরাসে ওইসব দেশে সাড়ে তিনশ’ মানুষ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে।
সবশেষ তথ্যানুযায়ী, করোনাভাইরাসে শুধু চীনে মৃতের সংখ্যা ৮১১ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত হয়েছেন প্রায় ৩৭ হাজার ১৯৮ জন মানুষ।