আন্তর্জাতিক ডেস্ক: চীনের একটি প্রাইমারি স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ভয়াবহ ছুরি হামলার ঘটনা ঘটেছে। স্কুলটির এক নিরাপত্তা রক্ষী এই হামলাটি চালিয়েছে বলে চীনা রাষ্ট্রীয় দৈনিকের একটি প্রতিবেদনে জানানো হয়েছে। এ হামলায় অন্তত ৪০ জন আহত হয়েছেন।
সম্প্রতি দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংজি’তে এই হামলার ঘটনাটি ঘটে। তবে এ হামলার বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
চীনে গত দু’বছরের মধ্যে বেশ কিছু ছুরি হামলার ঘটনা ঘটেছে। মূলত শিশুদের স্কুলগুলোকে লক্ষ্য করে এ ধরনের হামলা বেশি চালানো হয়।
সূত্র: এনডিটিভি